ইন্টারনেটের ধীর গতির কারনে শুক্রবার বিকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে সমস্যা হয় গ্রাহকদের। তবে এ বিষয়ে কোন তথ্য নেই বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গ্রাহকরা জানিয়েছেন, শুক্রবার দুপুরের পর থেকে ইন্টারনেটের গতি কম পাওয়া যায়। বিকাল থেকে রাত পর্যন্ত গতি আরো কমে। এতে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিকমতো দেখা যায়নি। তবে এ সমস্যা বিভাগীয় সিলেটে সবচেয়ে বেশি হয়েছে বলে জানান তারা। বিভাগের অন্য জেলার গ্রাহকেরা একই অভিযোগ করেন।
তারা বলেন, বিকাল থেকে ইন্টারনেটের ধীর গতির কারনে তারা ঠিকমতো কাজ করতে পারেননি।