সিলেট মহানগর আওয়ামী লীগের ১১নং ওয়ার্ড কমিটিতে সন্মানিত সদস্য পদ পাওয়ায় ভিন্নমহল থেকে জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
২১ এপ্রিল মহানগর আওয়ামীগের ১১নং ওয়ার্ড কমিটির সভাপতি সালউদ্দিন বক্স সালাই ওসাধারণ সম্পাদ বদরুল ইসলাম বদরু-র সাক্ষরীত অনুমোদনে জাকির হোসেনকে সিলেট মহানগর আওয়ামীগের ১১নং ওয়ার্ড কমিটিতে সন্মানিত সদস্য পদ হিসাবে কো-অপ করা হলো।এবং জাকির হোসেন সংঘটনকে আরো গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।