অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে গত ২৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিনই দুই শতাধিক মৃত্যু হচ্ছে। এই ১৩ দিনে দুই হাজার ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় ২২ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে।
এই ১৩ দিনে দেশে এক লাখ ৮১ হাজার ৯১৬ জনের শরীরে করোনা হয়েছে। ৬ আগস্ট পর্যন্ত দেশে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। এছাড়া এখন পর্যন্ত ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছে।
মারা যাওয়া ২২ হাজার ১৫০ জনের মধ্যে ১৪ হাজার ৮২২ জন পুরুষ আর ৭ হাজার ৩২৮ জন নারী। এর মধ্যে ৬৪৫ জন বাসায় মারা মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯ হাজার ৯৫৬ মারা যান।
