বিগত ১৫ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি রোজ বুধবার দুপুর ২ ঘটিকায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে গোলাপগঞ্জের বাঘা গ্রামের শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সামাদ রহমানের মায়ের মৃত্যুকে কেন্দ্র করে ও কান্দিরগাও এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে মেডিকেলে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী জগদীশ চন্দ্র দাশ ও সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, রাগীব রাবেয়া ফার্মেসি ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কবির আহমদ ও সহ সভাপতি গোলাম কিবরিয়া খান সহ এলাকার মুরুব্বীয়ান যুব সমাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।
তখন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী মেডিকেলের বাহিরে চলে গিয়ে নগরীরর পাঠানটুলায় রাস্তা অবরোধ করেন।
পরিশেষে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী জগদীশ চন্দ্র দাশ, ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসির (উত্তর) আজবাহার আলী শেখের হস্তক্ষেপে শ্রমিকবৃন্দকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিবেন আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
এক পর্যায়ে মৃত মহিলার পক্ষে জালালাবাদ থানায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ করলে রাগীব রাবেয়া মেডিকেল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দাখিল করেন।
ওদিন রাত সিলেট ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সিলেট শ্রমিক ইউনিয়নে সভাপতি আবু সরকারের সহিত জগদীশ চন্দ্র দাশ ও ওয়াহিদুর রহমান গভীর রাত আলাপ আলোচনা করে দু’পক্ষকে একটি সমোঝোতায় নিয়ে আসার আহবান জানানো হয়।
আজ ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ কনফারেন্স হলে ট্রাকমালিক নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সমোঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, রাগীব রাবেয়া ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা শ্রী জগদীশ চন্দ্র দাশ, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবেদ হোসেন,সহ অধ্যক্ষ ডাঃ একেএম দাউদ, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের পরিচালক তারেক আজাদ, জেনারেল ল্যাপারস্কপি সার্জন ডাঃ শায়েক আজিজ চৌধুরী, সিলেটের ডাকের সহ সম্পাদক ওয়াহিদুর রহমান।
আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল আলম,সিলেট শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, কাউন্সিলর ইলিয়াস রহমান ইলিয়াস, ফার্মেসী ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কবির আহমদ,গোলাম কিবরিয়া খান সহ প্রমুখ।
এসময় সভার সভাপতির বক্তব্যে দু’পক্ষই সন্তুষ্ট হয়ে চা চক্র করে মৃত মহিলার আত্নার শান্তি কামনা করে সভার সমাপ্তি হয়।