ফেন্চুগন্জ থেকে আর কে দাস চয়ন ঃ ফেঞ্চুগঞ্জের পদন্নোতি প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদকে বিদায় সম্বর্ধনা প্রদান করেছেন ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতি।
গত ১৬ এপ্রিল ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির কার্য্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত। অনুষ্ঠানে বিদায়ী সম্বর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ।
ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন বনিক সমিতির দপ্তর সম্পাদক কামাল আহমদ।
বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, বনিক সমিতির সহসভাপতি ইকবাল হোসেন খান, সহসভাপতি হাজী বিল্লাল আহমেদ, সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক ছালেহ আহমেদ ডালিম, ব্যবসায়ী শাহিল আহমেদ,ব্যবসায়ী জয়ফুর রহমান পারভেজ প্রমুখ।
বিদায়ী
ইউএনও রাখী আহমেদকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।