গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে । এরপর ১৯ মে বাছাই, ২৬ মে প্রার্থিতা প্রত্যাহার এবং ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মো. গোলাম কবির ।
উল্লেখ, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করলে পদটি শূন্যতা হয়ে যায় ।