মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) “শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃক্তি বিতরণ করা হয়েছে। এসময় সমতলে বসবাসরত নৃ জনগোষ্টীর ৪০জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৪০টি বাইসাইকেল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বাইসাইকেল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্ধিপ সরকার প্রমুখ।