মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে র্যাব-৯ এর অভিযানে ধর্ষণ মামলার এক আসামি আটক হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিমের অভিযানে জেলার সদর উপজেলার শেরপুর গোলচত্তর থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি বদরুল মিয়া কে আটক করে। আটক বদরুল নবীগঞ্জ উপজেলার স্বস্থিপুর এলাকার মখলিছ মিয়ার ছেলে। আটক বদরুল মিয়া শ্রীমঙ্গল থানার মামলা নং-৩৪২৮ এপ্রিল শুত্রুবার ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) তৎসহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ০৮(১/২) ও ৩২৮/৫০৬ পেনাল কোড এর এজাহারভুক্ত আসামি। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি বদরুল মিয়া নিজের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিক বার ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আটককৃত বদরুল মিয়াকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।