মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭)-২০২২ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭)-২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (২৫ মে) বিকেলে টুর্নমেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন মৌলভীবাজার-হবিগঞ্জ এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,
জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিজবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন প্রমূখ।