গোলাপগঞ্জ প্রতিনিধি:: আজ বুধবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম) বিজয়ী হয়েছেন।
তিনি ৪৯ হাজার ৯শ ২০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি শফিক (ঘোড়া মার্কা) পেয়েছেন ১৬হাজার ৭শ ৭টি ভোট।
মোট ভোট কাস্ট হয়েছে ৬৭হাজার ৫শ ২৯টি
বাতিল ভোট ৯০২টি
নির্বাচন শেষে বিভিন্ন ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটনুযায়ী গননা শেষে উপজেলা সম্মেলন কক্ষে রাত সাড়ে ৮টায় এ ফলাফল ঘোষণা করেন সিলেট সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া।
সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হলেও বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে প্রায় দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল নঘন্য।
বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতে ভোট গ্রহন চলতে থাকে।
তবে পুরো উপজেলায় মোট ৩০% ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৪০ হাজার ১শ।