গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষণা করা হয়েছে। উপজেলার ১৮০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কাব শিক্ষক, বিদ্যালয়, এসএমসি সভাপতি, বিদ্যোৎসাহী সমাজকর্মী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও কাব শিশুদের মধ্যে মেধাও যোগ্যতার ভিত্তিতে যাছাই-বাছাই শেষে প্রতিটি ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা নীতিমালা অনুযায়ী উপজেলার ১০ব্যক্তি ও এক শিক্ষা প্রতিষ্ঠান এ পদক পেয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান ও উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) আমনিয়া-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপা পাল, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) জাঙ্গালহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রিবলু মিয়া, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) ঘোষগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: জুলেখা আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হানিফ আহমদ, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতী গ্রামের হাজি জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি রাগগড়-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজল কান্তি দাস, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, শ্রেষ্ঠ কাব শিশু (বালক) দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শাহ জুম্মান আবেদীন, শ্রেষ্ঠ কাব শিশু (বালিকা) চৌধুরী বাজার-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ফেরদৌসী জান্নাত আনিসা।
উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম জানান প্রত্যেকেই তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠ হয়েছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিতদের জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য নামের তালিকা বাছাই কমিটিতে পাঠানো হয়েছে।