চলন্ত মোটরসাইকেলের উপর গাছ পড়ে সাংবাদিক বিক্রমজিৎ বর্ধনের মৃত্যু
শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে সড়কের ধারের একটি গাছ পড়ে চলন্ড মোটরসাইকেলে থাকা বাংলা টিভি’র শ্রীমঙ্গল প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন (৫০) এর মৃত্যু হয়েছে। সাথে থাকা বিক্রমজিৎের ছেলে আহত হয়।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বিক্রমজিৎ বর্ধন মোটরসাইকেল যোগে তার ছেলেকে নিয়ে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে ফেরার পথে মোকামবাজার এলাকায় পৌঁছলে সড়কের পাশ থেকে একটি গাছ পড়ে ঘটনাস্থলেই সাংবাদিক বিক্রমজিৎ মারা যান। নিহত বিক্রমজিৎ বর্ধন উপজেলার ভাড়াউড়া চা বাগানের ধীরেন্দ্র বৈদ্য এর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারে বিক্রমজিৎ বর্ধন এর ছেলে জয় বর্ধনের চাকরির ইন্টাভিউ দিতে নিয়ে যায়। ছেলের ইন্টারভিউ শেষ করে ছেলে জয় বর্ধনকে নিয়ে শ্রীমঙ্গলে ফেরার পথে মৌলভৗবাজারের মোকামবাজার এলাকায় পৌঁছলে সড়কের পাশের একটি গাছ বিক্রমজিতের মোটরনাইকেলের উপর পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বিক্রমজিৎ নিহত হন। এ ঘটনায় তার ছেলে জয় বর্ধনও আহত হয়। স্থানীয়রা তার ছেলেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিনুল হক জানান, সংবাদকর্মী বিক্রমজিৎ বর্ধন নিজ ছেলে কে নিয়ে মটরসাইকেল যোগে তার মত করে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। মোকামবাজার এলাকায় পৌঁছলে রাস্তার পাশে কাটা গাছ তার উপর পড়ে তিনি নিহত হন এবং এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে বিক্রমজিৎ এর মৃত্যুর সংবাদ প্রচার হলে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য যে, সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন সর্ব প্রথম সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক ” হলি সিলেট পত্রিকার মৌলভীবাজার জেলা ফটো সাংবাদিকের দায়িত্বে ছিলেন।