প্রতিবেদন,সিনিয়র ষ্টফ রিপোর্টার
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
গতকাল মঙ্গলবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃতে এসআই সালাউদ্দীন মিফতা কুলাউড়া উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভুই গ্রামে হারিস মিয়া বাড়ীর রাস্তা থেকে মাদক কারবারি হারিস মিয়া (৫০) কে গ্রেপ্তার করেন। এসময় আটক হারিস মিয়ার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, মাদকসহ আটক হারিসের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১৬, তারিখ: ১৫/১১/২০২২ দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।