প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবারের শীত মৌসুমে এটাই শ্রীমঙ্গলের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড। তাপমাত্রা নেমে যাওয়ায় প্রচন্ড শীতে চা বাগানের শ্রমিকসহ নি¤œ আয়ের মানুষ বিপাকে পড়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ডকৃত তাপমাত্রা ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯ টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে তিনি জানান৷ শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের রেকর্ড সুত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রæয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি লেসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি এবং ২০১০ সালের ১২ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি এবং ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি এবং বুধবার ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।