এ এ রানা::
গোয়াইনঘাটের বাইপাস সিএনজি স্ট্যান্ড এলাকায় ছাতক থেকে চুরি যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা বিক্রির সময় এক চোরকে আটক করেছেন পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস ও এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল উপজেলার বাইপাস সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা চোরাইকৃত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ আব্দুল কাদিরকে (৩২) আটক করে।
আব্দুল কাদির সিলেটের বিশ্বনাথ থানা এলাকার সোনাপুর গ্রামের আব্দুল মুতলিবের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, কিছুদিন পূর্বে ছাতকের লাকেশ্বর বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে। চোর আব্দুল কাদির সিএনজি অটোরিকশাটি বিক্রির জন্য গোয়াইনঘাটে নিয়ে আসে। আমরা গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশাসহ চোর আব্দুর কাদিরকে আটক করেছি।