এ এ রানা::
সিলেটে সুরমা নদী থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি এলাকার ৩নং রোডের পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম জান্নাতুল নাঈম (৩০)। তিনি সুনামগঞ্জের জনগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি এলাকার তারিফ মিয়ার ছেলে।
স্থানীয়ারা জানান, রবইকান্দি এলাকার ৩নং রোডের পাশে সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে নদীতে লাশটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম উপস্থিত হয়। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান, উদ্ধারকৃত নাঈম সুরমানদীতে সোমবার সকালে নদীর ক্বীন ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হন। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।